আমাদের দেশে খুব জনপ্রিয় ইমু এপ্সটি,
কম-বেশি সবাই এই অ্যাপটি ব্যবহার করি। তবে অনেককেই বলতে শুনা যায় তাদের নাকি ইমু হ্যাক করা হয়েছে, চলুন এইবার জেনে নি আপনার একাউন্টটি হ্যাক হয়েছে কি না।
কিভাবে বুঝবেন আপনার একাউন্টটি হ্যাক হয়েছে।
১. আপনার মেসেজ লিস্ট / কন্টাক লিস্টে অস্বাভাবিক মেসেজ।
২.মেসেজ লিস্টে এমন কোনো মেসেজ, এড হিস্টোরি দেওয়া যা আপনি করেননি।
৩. আপনার ইমুতে প্রবেশ করুন।
Explore থেকে More অপশনে যান।
Settings এ যান, Imo Account Settings এ যান।
Manage Devices এ যান।
তাহলে বুঝতে পারবেন আপনার ইমু একাউন্টটি অন্য কোনো ডিভাইস / মোবাইলে লগইন আছে কি না।
চলুন এইবার জেনে নি ইমু একাউন্টটি হ্যাক হলে এর করণীয় কি:
১. ইমুতে প্রবেশ করে প্রথমে সেটিং অপশন একাউন্ট সিকিউরিটি তে যাবেন।
২. ম্যানেজ ডিভাইস অফশনে ক্লিক করে দেখবেন
আপনার একাউন্টি আপনার ডিভাইস / মোবাইল ছাড়া অন্য কারো ডিভাইস এ লগইন আছে কি না।
৩.যদি অন্য কারো মোবাইলে আপনার ইমু একাউন্টটি লগিন করা থাকে তাহলে সেখানে ক্লিক ক্লিক করে ডিলিট এ ক্লিক করুন।
৪. ডিলিট অপশনে ক্লিক করার পর আপনি যে নাম্বার দিয়ে ইমু একাউন্টটি চালু করেছেন সেখানে একটি OTP আসবে উক্ত OTP টি বসিয়ে ইয়েজ বাটন এ ক্লিক করুন, ক্লিক করার পর আপনার একাউন্টটি যে ডিভাইস গুলোতে লগইন ছিলো
সেখান থেকে লগ আউট হয়ে যাবে।
যদি আপনি চান আপনি আগের নাম্বারটি চেন্জ করে আপনি নতুন নাম্বার সংযোগ করতে চান তাহলে নিচের স্টেপ গুলো ফলো করুন
১. আপনার ইমু একাউন্টটিতে প্রবেশ করে ”Settings” লেখায় ক্লিক করুন।
২. সেটিংস থেকে “Imo Account Settings” এ প্রবেশ করুন।
৩. তারপর সবার উপরে “Change Phone Number” লেখায় ক্লিক করুন।
৪.Change Phone Number” গিয়ে আপনি নতুন নাম্বার টি বসিয়ে Next এ ক্লিক করুন।
৫. আপনার দেওয়া নাম্বারটিতে একটি OTP
যাবে, সেই পিন কোডটি বসিয়ে সাবমিট করে দিলেই আপনার পুরাতন ইমু নাম্বারটি পরিবর্তন হয়ে নতুন নাম্বারটি যোগ হয়ে যাবে।
Discussion about this post