যেভাবে আপনি আপনার লাইভে অধিক অডিয়েন্স আনতে পারবেন-
১. লাইভের জন্য সঠিক সময় বাছাই করা প্রয়োজন। যেমন:
✅ সকাল: ১০:০০ AM – ১২:০০ PM
✅ বিকেল: ৫:০০ PM – ৭:০০ PM
✅ রাত: ৮:৩০ PM – ১১:০০ PM
২. সপ্তাহের ছুটির দিনগুলোকে বেছে নিতে হবে। বৃহস্পতিবার ও শুক্রবার দিনগুলোতে মানুষ বিনোদনমূলক এবং লাইভ কনটেন্ট বেশি উপভোগ করে।
৩. লাইভের আগে কিছু প্রস্তুতি নেওয়া প্রয়োজন। যেমন:
✅ লাইভ শুরুর ১-২ ঘণ্টা আগে স্টোরি দিয়ে জানিয়ে দিন আপনার লাইভের সময়, বিষয় বা উদ্দেশ্য।
✅ আপনার লাইভ সম্পর্কে কিছু ইন্টারেস্টিং পোস্ট দিয়ে সবাইকে জানান।
উপরের ট্রিকসগুলো অনুসরণ করলে আপনার লাইভের রিচ এবং এনগেজমেন্ট বাড়বে। এবং আপনার যেকোনো সহায়তায় পাশে পাবেন Probfly It কে
Discussion about this post