কোনো ভায়োলেন্স না করলেও হুটহাট আমাদের ফেসবুক পেইজ / একাউন্ট রেস্ট্রিকটেড করে দেয় ফেসবুক! কোনো কারন ছাড়াই!! এমনকি বারবার এই রেস্ট্রিকশন এর জন্য আপনাত একাউন্ট বা পেইজ ও হুটহাট গায়েবও হয়ে যেতে পারে!!
চলুন জেনে নেই, কি কি কারনে ফেসবুক আমাদের একাউন্ট বা পেইজে রেস্ট্রিকশন দিয়ে থাকে-
১. একবারে ১০০০ এর বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে ফেসবুক একাউন্ট রেস্ট্রিকটেড করে দেয় এবং একাউন্ট সিকিউরিটি লকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে।
২. ২৪ ঘন্টার মাঝে ৪০০-৪৫০ টা একাউন্ট বা পেইজকে ফলো করলে।
৩. ২৪ ঘন্টার ভেতর ৬০০+ ফ্রেন্ডকেব,গ্রুপে ইনভাইটেশন পাঠালে।
৪. ১০,০০০+ মানুষকে ২৪ ঘন্টায় ফেসবুক পেইজে ইনভাইটেশন পাঠালে
৫. ২৪ ঘন্টার মাঝে ২৫ টার বেশি গ্রুপে জয়েন হলে
৬. ২৪ ঘন্টায় ৫ হাজারের বেশি পোস্টে লাইক দিলে।
Source- Facebook Help Centre
এগুলো ফেসবুকের সাধারণ রুলস & রেগুলেশন। যা অতিক্রম করলে ফেসবুল Temporary Block বা Limited Feature করে দেয়। ফলে দেখা যায় একাউন্ট বা পেইজে পোস্ট করা যায়না, রিচ ডাউন হয়ে যায় এবং আরো বহু কাহিনি!!
Discussion about this post