কিভাবে আপনার সাথে অন্যের করা মেসেজ /ছবি/ভিডিও / ডকুমেন্টস গুলো সুরক্ষিত থাকবে।
টু স্টেপ অথেনটিকেশন:
টু স্টেপ অথেনটিকেশন অন করা থাকলে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত থাকে। এটি অতিরিক্ত নিরাপত্তা প্রদান কর। এরফলে অ্যাকাউন্ট রিসেট এবং ভেরিফিকেশনের জন্য ৬ সংখ্যার পিন চেয়ে থাকে। ফলে আপনার অজান্তে অন্য কেউ এই কাজগুলো করতে পারবে না।
ডি ফল্ট মেসেজ টাইমার/ ডিসঅ্যাপেয়ারিং মেসেজঃএই সিষ্টেমটি চালু থাকলে
নিদিষ্ট সময় পর সব চ্যাট/মেসেজ ডিলিট হয়ে যায়।
সেন্ডার বা রিসিভার উভয়েই এই ফিচারটি ২৪ ঘণ্টা, ৭ দিন বা ৯০ দিনের পর এটি আর দেখতে পাবেন না,ফলে হ্যাক হওয়ার পর ও আপনার গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হওয়ার সম্ভবনা কমে যায়।
ভিউ ওয়ান্স:
এই ভিউ ওয়ান্স ফিচারটি কোনো ফটো এবং ভিডিও, রিসিভার একবার দেখার পর স্বয়ংক্রিয়ভাবে ডিলিট করার সুযোগ দিয়ে থাকে। এর ফলে ব্যবহারকারী আরও গোপনীয়তা পাবেন,
এই ফিউচার টি পাবেন যখনই আপনি কাউকে ছবি/ভিডিও পাঠাবেন গ্যালারি থেকে সিলেক্ট করার পর
নিচে এড ক্যাপশন নাম একটি বক্স থাকবে এর ডান পাশে কোনায় আছে ফিউচার টি আছে, এতে আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষা থাকবে।
টু-এন্ড এনক্রিপশনঃ ব্যক্তিগত মেসেজিং
আপনি যখন WhatsApp মেসেঞ্জার ব্যবহার করে অন্য কাউকে মেসেজ করেন তখন WhatsApp-এর এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করা হয়। এন্ড-টু-এন্ড এনক্রিপশন নিশ্চিত করে যে শুধুমাত্র আপনি এবং আপনি যার সাথে যোগাযোগ করছেন তিনি যা পাঠানো হয়েছে তা পড়তে বা শুনতে পারবেন এবং এর মধ্যে কেউ, এমনকি WhatsAppও নয়।
Discussion about this post