অথেনটিক ব্লু ব্যাজ ভেরিফাই এর জন্য আপনার নামে ৫-৬ টি ন্যাশনাল নিউজ আর্টিকেল থাকতে হবে। আপনার কোম্পানি বা সংস্থা বা ব্রান্ডের ক্ষেত্রেও প্রাথমিক শর্ত একই।এসব থাকলে আপনি নিজেও চেষ্টা করে ভেরিফাই করতে পারেন।
আর আমাদের থেকেও সার্ভিস চার্য দিয়ে এই সেবা নিতে পারেন।
নিউজ আর্টিকেল ছাড়াও ভেরিফিকেশন করা যাবে ,তবে তুলনামূলক ভাবে খরচ অনেক বেশি পড়বে।
সুতরাং , ভেরিফাই এর ফর্ম পূরণের আগে এসব ক্রাইটেরিয়া ভেবে চিন্তে পূরণ করুন। আর অহেতুক ফর্ম পূরণ ঠেকাতে ফর্ম পূরণ চার্য হিসেবে ১০০/- টাকা অফেরতযোগ্য ফরম পূরণ ফি নির্ধারণ করা হয়েছে।
নিউজ আর্টিকেল ছাড়া আপনি দুইভাবে
ভেরিফিকেশন সেবা পেতে পারেন আমাদের থেকে-
১.মেটা সাবস্ক্রিপশন [ বর্তমানে শুধু ব্যক্তিগত ফেসবুক/ইনস্টাগ্রাম একাউন্ট-ই প্রতি মাসে নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে ভেরিফাই করা যাচ্ছে]। মেটা সাবস্ক্রিপশন নিতে এই লিংক থেকে ফরম পূরণ করুন
২ . নিউজ ছাড়া অথেনটিক ব্লু ব্যাজ ভেরিফাই। এক্ষেত্রে সার্ভিস চার্য তুলনামূলক অনেক বেশি পড়বে। এই সেবাটি নিতে , লিংকে প্রবেশ করে ফরম পূরণ করুন।
আপনার বা আপনার কম্পানির নামে ৭-৮ টি ন্যাশনাল নিউজ থাকতে হবে।
কোম্পানির নিউজ আর্টিকেল এর ডেমো :
https://www.tbsnews.net/economy/corporates/pridesys-it-organises-day-long-training-youths-456902
পার্সোনাল নিউজ আর্টিকেল এর ডেমো
:https://malaysia.ntvbd.com/english-news/news-901202
আপনার অবশ্যই ভালো কিছু পত্রিকায় নিউজ আর্টিকেল থাকা লাগবে এক এক নিউজ ওয়েবসাইট এ এক এক রকম খরচ হয়ে থাকে সুতরাং আপনি যে নিউজ ওয়েবসাইট এ নিউজ পাবলিশ করতে চাচ্ছেন সেতার উপর ডিপেন্ড করে প্রাইসিং হয়ে থাকে
আমাদের মাধ্যমে নিউজ আর্টিকেল করার জন্য এই ফর্মটি পুরণ করুন